Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্রের ধারাবিবরণী’তে কন্ঠ দিলেন আসাদ

অভি মঈনুদ্দীন ঃ | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অভিনয় জীবনের শুরু থেকেই চলচ্চিত্রে, বিজ্ঞাপনে, তথ্যচিত্রে ব্যাক্রগ্রাউন্ডে থেকে নিয়মিত কন্ঠ দিয়ে থাকেন অভিনেতা মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ। সেই ধারাবাহিকতায় এবার আরিফ আহমেদ নির্মিত প্রথম চলচ্চিত্র ‘প্যারাডাইস নেস্ট’র ধারা বিবরণীতে কন্ঠ দিলেন কিংবদন্তী এই অভিনেতা। গত ৫ নভেম্বর বিকেলে রাজধানীর নিকেতনের একটি স্টুডিওতে রাইসুল ইসলাম আসাদ চলচ্চিত্রটির জন্য ধারা বিবরনীতে কন্ঠ দিলেন। ‘প্যারাডাইস নেস্ট’-এ কন্ঠ দেয়া প্রসঙ্গে রাইসুল ইসলাম আসাদ বলেন,‘ কন্ঠ দিতে সবসময়ই আমি মজা পাই। কন্ঠ নিয়ে খেলতে আমার ভীষণ ভালোলাগে। প্যারাডাইস নেস্ট-চলচ্চিত্রটির জন্য নাটকীয়, আবেগময় ধারা বিবরনী করতে বেশ ভালোলেগেছে। আরিফ আহমেদ’র জন্য অনেক অনেক শুভ কামনা।’ পাখি নিয়ে এবারই প্রথম বাংলাদেশে কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হলো। সেই হিসেবে পাখিদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের ইতিহাসের খাতায় নাম লেখালেন আরিফ আহমেদ। রাইসুল ইসলাম আসাদের কন্ঠ দেয়া প্রসঙ্গে আরিফ আহমেদ বলেন,‘ এটা আমার চলচ্চিত্রের জন্য অনেক পজিটিভ একটি বিষয় যে আসাদ ভাই এতে কন্ঠ দিয়েছেন। তার কন্ঠ দেয়াতে চলচ্চিত্রটিও যেন পূর্ণাঙ্গ রূপ পেলো। আসাদ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ।’ চলচ্চিত্রটি নির্মাণের পাশাপাশি প্রযোজনাও করছেন আরিফ আহমেদ। আরিফ আহমেদ জানান সাধারণ চলচ্চিত্রের মতোই এটিতে থাকবে গল্পের ধারাবাহিকতা। থাকবে পাখিদের সুখ দুঃখের কথা, নানান সময়ে দুর্যোগের কথা, ভিলেনের আগমন এবং পরিশেষে সুখের দিকে এগিয়ে যাওয়া। যদিও এই ধরনের চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে আরিফ আহমেদকে অনেক কষ্ট করতে হয়েছে। নানান ধরনের বাধারও সম্মুখীন হয়েছেন তিনি। কিন্তু পাখি নিয়ে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন ছিলো বলে তিনি সেসব বাধা পেরিয়ে নির্মাণ করছেন ‘প্যারাডাইস নেস্ট’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ