রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের ফরিদগঞ্জ পূর্বাঞ্চলের সাথে উপজেলা সদরের যোগাযোগের অন্যতম মাধ্যম গল্লাকবাজার-আষ্টাবাজার সড়ক। সেই সাথে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার সাথেও একইভাবে যোগাযোগ রক্ষাকারী সড়ক এটি। দেড় কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটির দুরবস্থা যেনো কারো নজরে পড়ছে না। শুষ্ক মৌসুমে এ সড়ক দিয়ে যান চলাচল দুরূহ। বর্ষাকালে তো খালি পায়ে হাঁটাও দুষ্কর। ফলে চরম দুর্ভোগে রয়েছে এ অঞ্চলের অর্ধলক্ষাধিক মানুষ। দেড় কিলোমিটার সড়কের কারণে তাদের সাত-আট কিলোমিটার সড়ক ঘুরে যেতে হয় গন্তব্যে।
সরেজমিন দেখা যায়, ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাট আষ্টাবাজার ও সিআইপি বাঁধের বাইরে অবস্থিত গল্লাকবাজার। দুই বাজারের মধ্যে সংযোগ সড়ক ছাড়াও উপজেলা সদরের সাথে যোগাযোগ রক্ষাকারী দেড় কিলোমিটার দৈর্ঘ্য এ সড়ক। সড়কটির পিচঢালাই, ইট-সুরকি ওঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, পূর্বাঞ্চলে বেশ কয়েকটি ইটভাটা থাকায় ইতোপূর্বে ব্যাপকহারে যন্ত্রদানব ট্রাক্টর চলাচল করায় সড়কটি বারবার ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু গত ক’বছর ট্রাক্টর চলাচল নিষিদ্ধ হওয়ায় সড়কটি ভালো থাকার কথা। বর্তমানে সমস্যা হয়ে দেখা দিয়েছে সড়কের দু’পাশে থাকা মাছের ঘের। দু’পাশের ঝিলে ব্যাপকহারে মাছ চাষ হওয়ায় সড়কটি ক্রমশই দেবে যাচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গণি বাবুল পাটওয়ারী জানান, সড়কটি রক্ষার দায়িত্ব সবার। এটি ভালো থাকলে, দ্রæততম সময়ে লোকজনের উপজেলা সদর এবং পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার সাথে যোগাযোগ রক্ষা সহজ হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার জানান, মাছের ঘেরের পাশ দিয়ে যাওয়া সড়কগুলোর সংরক্ষণের দায়িত্ব মাছ চাষিদেরও রয়েছে। সড়ক রক্ষার প্রয়োজনে ক্ষতিপূরণ আদায়ের একটি প্রস্তাব স¤প্রতি উপজেলা পরিষদে পাস হয়েছে।
উপজেলা প্রকৌশলী ড. মো. জিয়াউল ইসলাম মজুমদার জানান, দেড় কিলোমিটার সড়কটি মেরামতের জন্যে বৃহত্তর কুমিল্লা সড়ক বিভাগে প্রকল্প পাঠানো হয়েছে। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। আশা করছি, চলতি অর্থবছরের মধ্যে এটির কাজ সম্পন্ন হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।