Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত

| প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আরিচা সংবাদদাতা : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ শিবালয় উপজেলা শাখার উদ্যোগে শিবালয় শিলপাড়া সার্বজনীন মন্দিরে ভাঙচুর, উচ্ছেদ, প্রতিমা লোপাটের প্রতিবাদে এবং মন্দির পুনঃস্থাপনের দাবিতে শিবালয় উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম খান ও তার ভাগ্নে শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান সাবেক বিএনপি নেতা আলাল উদ্দিন আলালের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসহকারে গত ২৯ অক্টোবর গভীর রাতে শিবালয় শিলপাড়া মন্দিরে অতর্কিত হামলা চালিয়ে মন্দির ভাঙচুর ও প্রতিমা লোপাট করে। আমরা ন্যক্কারজনক ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ওই স্থানে মন্দির পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি। সেই সাথে এ হামলার নায়ক কুখ্যাত চোরাই তেলের ব্যাবসায়ী, ভ‚মিদস্যু নব্য আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খানসহ সব হামলাকারীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারপূর্বক গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ মানববন্ধনে শিবালয় শীলাপড়া পূজা মন্দির কমিটির সব সদস্যসহ শিবালয় উপজেলার সচেতন অনেক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সচাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দিপক কুমার ঘোষ, পরিষদের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অনির্বান পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক আশুতোষ রায়, পূজা উদযাপন পরিষদের শিবালয় উপজেলা শাখার নেতা সুদীব ঘোষ বাসু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ