বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন আটাব দ্বি-বার্ষিক নির্বাচনে স্বার্থবাদী ও দুর্নীতিবাজদের ভরাডুবি হবে। আটাবের বর্তমান কমিটি’র সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুব সদস্যদের স্বার্থের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। আটাব সদস্যদের অফিসে অফিসে পুলিশী হয়রানি ও নির্যাতন বন্ধ করতে পারেনি। আটাব সভাপতি মাহবুব ইসি’র সদস্যদের মতামতকে উপেক্ষা করে নিজের একক সিদ্ধান্তের মাধ্যমে আটাবের লাখ লাখ টাকার তহবিল তসরূফ করেছেন। গতকাল সন্ধ্যায় নয়াপল্টনস্থ হোটেল “গোল্ডেন প্লেট”–এ হাব ওলামা সোসাইটি’র এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ একথা বলেন। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান গাজীপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের প্যানেল প্রধান মনছুর আহামেদ কালাম, প্রধান উপদেষ্টা ও হাবের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুস শাকুর, উপদেষ্টা ও হাবের সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহীম বাহার, প্রধান সমন্বয়কারী ও হাবের সাবেক শীর্ষ নেতা সৈয়দ গোলাম সারওয়ার, হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আটাবের ইসি সদস্য আব্দুল কবির খান জামান, হাবের সাবেক মহাসচিব রশিদ শাহ্ সম্রাট, বীর মুক্তিযোদ্ধ মোঃ তাজুল ইসলাম, বায়রার সাবেক শীর্ষ নেতা আকবর হোসেন মঞ্জু, আটাব শীর্ষ নেতা আব্দুল মতিন ভূইয়া, আটাব ও হাবের ইসির অন্যতম সদস্য আলহাজ্জ এডভোকেট ড. আবদুল্লাহ আল নাসের, ওলামা সোসাইটির সাধারণ স¤পাদক মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা জাহিদ আলম, মাওলানা নুর আহামেদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা কুতুব উদ্দিন, আব্দুল হাই মক্কী, মাওলানা হেদায়েত উল্লাহ হাদী, মাওলানা ফজলুল হক, ফরিদ আহমদ মজুমদার, আফতাব উদ্দীন চৌধুরী। সভা পরিচালনা করেন ওলামা সোসাইটির সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম আশরাফী।
মনছুর আহামেদ কালাম বলেন, আটাবের সংবিধান অনুযায়ী সভাপতি আটাবের সকল কাজ কর্মের নেতৃত্ব দিয়ে থাকেন। তাঁকে পরামর্শ ও সহযোগীতা করার জন্য কেন্দ্রীয়ভাবে ২৯ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ও আঞ্চলিকভাবে ৩ টি পরিষদ নির্বাচিত হয়। কিন্তু আশ্চর্য্যরে বিষয়, বর্তমান আটাব সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুব তার পছন্দ মত ৩/৪ জন সদস্য নিয়ে আটাবের সব কার্যক্রম পরিচালনা করেন। মনছুর আহামেদ কালাম বলেন, সদস্যগণ এয়ারলাইন্স থেকে সরাসরি টিকেট কিনতে পারছেন না। টিকেট সিন্ডিকেটের কাছ থেকে কমিশনে টিকিট কিনতে বাধ্য হচ্ছে। এমনকি হজ্জের সময় টিকেট প্রতি অতিরিক্ত ৫ থেকে ১০ হাজার টাকা মূল্যে টিকেট কিনতে হয়। আটাব সদস্যদের অফিসে মাঝে মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্য বে-আইনীভাবে প্রবেশ করে আর্থিকভাবে ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে। এভাবে নানা সমস্যয় আটাব সদস্যগণ জর্জরিত। তিনি ১১ নভেম্বর আটাব নির্বাচনে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ – এর দক্ষ, যোগ্য, সৎ, নিষ্ঠাবান প্রার্থীদের পূর্ণ প্যানেলে ভোট দেয়ার জন্য সম্মানিত আটাব সদস্যদের প্রতি আহবান জানান।
প্রধান সমন্বয়কারী সৈয়দ গোলাম সারওয়ার বলেন, বিদ্যমান এসব সমস্যা সমাধানের জন্য একজন সৎ সাহসী, বিচক্ষণ, দূরদর্শী, শিক্ষিত, বিনয়ী, ধৈর্য্যশীল, গণতান্ত্রিক আচরনে অভ্যস্থ বাণিজ্য সংগঠন পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন নেতার নেতৃত্বে একটি শক্তিশালি কার্যনিবাহী কমিটি প্রয়োজন। তিনি আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ এর পূর্ণ প্যানেলে ভোট দেয়ার জন্য আটাব সসস্যদের প্রতি উদাত্ত আহবান জানান।নেতৃবৃন্দ আগামীকাল বুধবার অফিসার্স ক্লাব মিলনায়তনে নির্বাচনী মতবিনিময় সভা সফল করার অনুরোধ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।