Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লেবার পার্টি ঐক্যবদ্ধ : ডাঃ ইরান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১২:৩৯ এএম

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দুঃশাসনের বিরুদ্ধে লেবার পার্টি ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। গতকাল (সোমবার) দুপুরে লেবার পার্টির কার্যালয়ে নব নির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিঃ ফরিদ উদ্দিনের সংবর্ধনা সভায় একথা বলেন। তিনি বলেন, লেবার পার্টি নিয়ে কোন গ্রæপিং নেই। রাজনীতিতে প্রতিযোগিতা ছিল থাকবে। যারা দুর্নীতি লুটপাট ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে বিভ্রান্ত করতে সরকারি এজেন্টরা তৎপর। যারা ৫ জানুয়ারি ২০ দলীয় জোট ও শরিক দলগুলো নিয়ে নোংরা খেলায় মেতে ছিল তাদের তৎপরতা থেমে নেই। তারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে উঠা ঐক্যকে বিনষ্ট করতে চায়। তবে তাদের সর্ম্পকে লেবার পার্টি, ছাত্রমিশন ও জোটের সবাইকে সজাগ থাকতে হবে। লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ফারুক রহমানের সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিঃ ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, জহুরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব অ্যাডঃ উম্মে হাবিবা রহমান, আহসান হাবিব ইমরোজ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, হুমাউন কবীর, অর্থসম্পাদক মোঃ আল আমিন, ঢাকা মহানগর নেতা নাসির উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, কেন্দ্রীয় সদস্য লিটন খান রাজু, ছাত্রমিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ, সাধারণ সম্পাদক সালমান খান বাদশা, যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ মিলন, অর্থ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ