বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে ৫ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় এক যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। গ্রেফতার মো. জুয়েল (২৮) চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলাবাহা মাস্টার হাটের শেখ আহমেদের ছেলে। গতকাল (সোমবার) দুপুরে কোতোয়ালি থানার আনসার ক্লাব এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্টোপলিুপের এক কর্মকর্তা আসাদগঞ্জ এলাকার তাদের প্রতিষ্ঠানের ৫ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে সহযোগী একটি প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে আনসার ক্লাব এলাকায় ওই ব্যক্তিকে আটকে জুয়েল ও তার চার সহযোগী টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ধাওয়া করে টাকার ব্যাগসহ জুয়েলকে ধরে পুলিশে দেয়। জুয়েলের সঙ্গে থাকা অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর। টাকা ছিনতাইয়ের সময় আটক জুয়েল এর আগে একবার অটোরিকশা চুরি করে পালানোর সময়ও স্থানীয়দের হাতে আটক হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন। ২০১৪ সালে পটিয়ার শান্তির হাট থেকে আটক হয়ে প্রায় ১৮ মাস কারাগারে থাকার গত বছর জামিনে বের হয়ে আসেন জুয়েল। জুয়েল তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।