Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে পোশাক শ্রমিককে গণধর্ষণ আটক ৪

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদাদাতা : গাজীপুরে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ৪ ধর্ষককে গ্রেফতার করেছে জয়দেবপুর থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে এবং রোববার সকালে ওই ৪ ধর্ষককে আটক করে। আটকরা হলো গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকার আব্দুস সামাদের ছেলে আরব আলী (৩২), গোপালগঞ্জের মধুপুর এলাকার আহম্মদ আলী মোল্লার ছেলে মনির হোসেন (৩৪), টাঙ্গাইলের কেশমমাইজার গ্রামের আঃ হালীমের ছেলে কাওসার আলী (২০)ও কুড়িগ্রামের ভুড়িঙ্গামারি থানার বড়তেরছড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মোফাজ্জল হোসেন (৩০)।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াৎ হোসেন জানান, ভিকটিম মৌচাক তেলিরচালা এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী ভ্যানগাড়ি চালায়। স্বামী অসুস্থ্য হওয়ায় নতুন চাকরির খুঁজে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ভিকটিম তার বোনের বাড়িতে আসে। রাতে অটো রিকশাযোগে তিনি বাড়ি ফিরছিল। রাত ১০টার দিকে বাইমাইল এলাকায় পৌছলে ওই চারজন তাকে জোরপূর্বক রিকশা থেকে নামিয়ে মারধর করে। এক পর্যায়ে তাকে একটি নৌকায় তুলে ওই এলাকায় বিলের মধ্যে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে এবং শুক্রবার ভোরে ভিকটিমকে ছেড়ে দেয়। পরে ভিকটিম বাড়ি ফিরে তার স্বামীকে ঘটনাটি জানায়। তার পরামর্শে ভিকটিম শনিবার সকালে কোনাবাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে একটি অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ওই ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোবারক হোসেন অভিযান চালিয়ে শনিবার রাতে প্রথমে মনির হোসেন ও কাওসার আলীকে এবং পরে তাদের স্বীকারোক্তিতে রোববার সকালে মোফাজ্জল হোসেন ও আরব আলীকে কোনাবাড়ি এলাকা থেকে আটক করা হয়। ইন্সপেক্টর মোবারক হোসেন জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

Show all comments
  • ৬ নভেম্বর, ২০১৭, ৮:৪৪ এএম says : 0
    পুলিশের জন্য একটি প্রশংসা মূলক খবর। ধর্ষকদের ধরে এনে শাস্তির আওতায় আনতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ