Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

নাজিরপুরে নকল প্রতিরোধে ইউএনও’র অভিনব কৌশল

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরে চলমান জেএসসি ও জেডিসি পরীক্ষায় নকল প্রতিরোধে অভিনব কৌশল অবলম্বন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। বিগত দিনে এ উপজেলায় বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নকলে সহায়তাসহ নিষেধাজ্ঞা অমান্য করে ইংরেজী পরীক্ষার দিন ইংরেজী ও গণিতের দিন গণিত শিক্ষক হলে প্রবেশ করে শিক্ষার্থীদের নকলে সহায়তা করার অভিযোগ রয়েছে। এ বিষয়টি মাথায় রেখে গকতাল রোববার অনুষ্ঠিত জেএসসি’র ইংরেজী পরীক্ষার দিনে সকাল ১০টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজী শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সুষ্ঠ, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে নির্বাহী অফিসার মো. নাজমুল আলম এ সভার আয়োজন করেন। একই ভাবে ইংরেজী দ্বিতীয়পত্র ও গনিত পরীক্ষার দিনেও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের নিয়ে সভা করার কর্মসূচী দিয়ে প্রতিষ্ঠান প্রধানদের চিঠি দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। বিষয়টি নিয়ে ইতিবাচক ও নীতিবাচক প্রতিক্রিয়া লক্ষ করা গেছে বিভিন্ন মহলে। শিক্ষার্থী অভিভাবকসহ শিক্ষকরা বলছেন পরীক্ষায় নকল প্রতিরোধেই এ সভার আয়োজন করেছেন ইউএনও।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ