Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকাদান কর্মসূচিতে ফ্রাকশনাল আইপিভি সংযোজন শিশুদের জীবন রক্ষায় নতুন মাত্রা -মেয়র বুলবুল

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে ফ্রাকশনাল আইপিভি সংযোজন উপলক্ষে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। সকালে নগর ভবনের জিআইজেড-এবিডিসি প্রজেক্ট অফিস হল রুমে আয়োজিত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে নতুন সংযোজিত এই টিকা শিশুদের জীবন রক্ষায় নতুন মাত্রা। এ বিষয়ে সকলকে সচেতন করতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান এই কর্মসূচি সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে আপনাদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। আপনাদের আন্তরিক সহযোগিতায় সিটি কর্পোরেশনের ইপিআই কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে ইপিআই সদর দপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জিএভিআই, ইউনিসেফ এর সহযোগিতায় এ কর্মশালা বাস্তবায়িত হচ্ছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বারিন্দ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতাল, আইডি হাসপাতাল, রিক, পিএসটিসি ও তিলোত্তমার ৩০ জন মেডিক্যাল অফিসার এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ