বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় মাদক ব্যবসায়ীদের উপর্যুপড়ি ছুরিকাঘাতে ওমান প্রবাসী এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো: সালাহ উদ্দিন(৩০)। তার বাবার নাম মোঃ ফালান মিয়া। এই ঘটনাটি ঘটেছে মডেল থানার কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে গত শনিবার গভীর রাতে।
নিহতের বাবা ফালান মিয়া জানান, তার ছেলে সালাহ উদ্দিন ৪মাস পূর্বে ওমান থেকে দেশে ফিরে কলাতিয়া বাজারে মাছের ব্যবসা করতো। তার বাড়ির পাশে হোগলাগাতি গ্রামের কয়েকজন পেশাদার মাদক ব্যবসায়ী বিভিন্ন মাদক বেচাকেনা করতো। কয়েকদিন আগে সালাহ উদ্দিন তাদের বাঁধা দেয়। এতে ওই মাদক ব্যবসায়ীরা তার ছেলেকে হত্যার হুমকি দেয়। শনিবার গভীর রাতে মোবাইল ফোনের মাধ্যমে ওই মাদক ব্যবসায়ীরা কৌশলে সালাহ উদ্দিনকে ডেকে নিয়ে যায় এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার ছেলের চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে বাড়ির অদুরে সালাহ উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় তারা পড়ে থাকতে দেখে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল(রোববার) ভোর রাতে সে মারা যায়। কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ শাহআলম জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সালাহ উদ্দিন নিহত হয়েছে। এব্যাপারে সালাহ উদ্দিনের বাবা বাদী হয়ে ১০/১২জনের বিরুদ্ধে একটি মামলা দায়েরে করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।