বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া ব্যুরো : শ্রমিকলীগ নেতা ও বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেনকে সন্ত্রাস ও মাদক ব্যবসার ‘গডফাদার’ আখ্যা দিয়ে বগুড়ার দুই ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতা তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন । গতকাল রোববার বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন এবং একই সংগঠনের অপর যুগ্ম সম্পাদক সোনাতলার পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা পরিষদের সদস্য জুলফিকার রহমান শান্ত যৌথ ভাবে এই দাবি জানান ।
লিখিত বক্তব্যে তারা বলেন , গত ৩ নভেম্বর রাত্রি ১০ টার দিকে উক্ত পৌর কাউন্সিলর ও তার বাহিনী তাদের দু’জনেরই সেউজগাড়িস্থ বাসভবনে হামলা চালিয়ে দরজা জানালায় ব্যাপক ধাক্কাধাক্কি করে এবং বাসা থেকে বের হতে বলে। আমরা বের না হওয়ায় কোন সংঘাতের ঘটনা ঘটেনি । তবে সে আবার আসবে বলে পুনর্বার হত্যার হুমকি দিয়ে চলে যায়। শুধু এখানেই সে থেমে থাকেনি , সে আমাদের অজান্তে নাকি বগুড়া সদর থানায় একটি জিডি করেছে , যেখানে আমাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও তাকে হত্যার অভিযোগ করেছে। অথচ বাস্তবে মিথ্যা অভিযোগকারি নিজেই একজন মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও বিভিন্ন অপরাধের সাথে যুক্ত। বর্তমানে এই সব অভিযোগে তার নামে প্রায় ডজন খানেক মামলা বিচারাধিন আছে। গত কয়েক দিন আগে তার এলাকায় মাইকিং করে ঘোষনা দেওয়া হয় যে, এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই সহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড নিষিদ্ধ। আমরা এলাকাবাসি হিসেবে তার এ ঘোষনায় খুশি হয়ে ছিলাম কিন্তু পরে জানতে পারলাম বেশি লাভের আশায় তার নিজেদের লোকজনকে দিয়ে একক ভাবে মাদক ব্যবসা পরিচালনা করতেই উপরোক্ত সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। এলাকার একজন সচেতন নাগরিক হিসাবে তার সকল অন্যয় কর্মকান্ডের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতিবাদ করায় আমরা তার প্রতিহিংসার শিকার হয়েছি। পাশা পাশি জামায়াত শিবিরের কিছু নেতৃবৃন্দের পরামর্শক্রমে নিজেদের ভিতর দ্বন্দ ও আমাদেরকে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করতেই গভীর চক্রান্তের অংশ হিসাবে কাউন্সিলর এসব মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে।
তারা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী বিভাগের ডিআইজি ও বগুড়ার পুলিশ সুপারের নিকট আহবান জানিয়ে বলেন, কাউন্সিলর কর্তৃক আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ যদি সত্য হয় তাহলে আমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক আর যদি আমাদের অভিযোগ সত্য হয় তাহলে অবিলম্বে ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। নইলে যে কোন উদ্ভুদ পরিস্থিতির জন্য প্রশাসনই দায়ী থাকবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জুলফিকার রহমান শান্ত, লুৎফুল বারী বাবু, কামরুজ্জামান মাসুদ, প্রভাষক মনিরুজ্জামান, কোয়েল ইসলাম, শহিদুল ইসলাম বাপ্পি, নাসিমুল বারী নাসিম, শহিদ হোসেন পাশা, আবু হানিফ প্রাং,আব্দুর রহমান মুন্না, নুরুল আমিন শিশির, রাকিবুল হাসান, বনি সদর খুররম, রঞ্জন আলী, এসএম টুটুল, রিফাত হাসান, রাজিব হাসান, আরিফুল ইসলাম, শাওন প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।