বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অবসরকালীন ছুটিতে থাকা র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডলের নামে ফেইসবুকে অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সিএমপির গোয়েন্দা পুলিশের একটি টিম ফেনীর দাগনভ‚ঁঞা থেকে শনিবার রাতে মোঃ রনি (২০) নামে ওই মোবাইল ফোনের দোকানদারকে গ্রেফতার করে। পুলিশ নিশ্চিত হয়েছে একটি জালিয়াত চক্র দীর্ঘদিন থেকে ওই ফেইসবুকের মাধ্যমে প্রতারণা করে আসছিলো।
জলিল মন্ডলের নামে কাতার থেকে ভুয়া ফেইসবুক আইডি চালান আতাউর নামে এক প্রতারক। ওই ফেইসবুক পেইজ থেকে কখনও মায়ের নামে মসজিদ নির্মাণ, কখনও পুলিশের জব্দ করা মোটর সাইকেল বিক্রি আবার কখনও চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে চক্রটি। ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ১০ এপ্রিল পর্যন্ত সিএমপির কমিশনারের দায়িত্বে ছিলেন আব্দুল জলিল মন্ডল। সেখান থেকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন তিনি। বর্তমানে অবসরকালীন ছুটিতে আছেন জলিল মন্ডল। সিএমপির কমিশনার থাকাকালে শুরুতে ভালকিছু কাজ করে আলোচনায় আসেন তিনি। পরে রাজনৈতিক বক্তব্য দিয়ে সমালোচিতও হন এই পুলিশ কর্মকর্তা।
রনিকে গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, এ চক্রটির সাথে তিনজন জড়িত। তাদের মধ্যে আতাউর ও নজরুল নামে দুইজন থাকেন কাতারে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিকী জানান, আতাউর নামে কাতার প্রবাসী এক যুবক সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডলের নামে ভুয়া ফেইসবুক আইডি পরিচালনা করতেন। সে আইডিতে বিভিন্ন মোটর সাইকেলের ছবি দিয়ে তা বিক্রি করা হবে এবং সে টাকায় মায়ের নামে মসজিদ নির্মাণ করা হবে বলে প্রচার চালাতেন। ছবি দেওয়া মোটর সাইকেলগুলো পুলিশের জব্দ করা উল্লেখ করে তা কিনতে টাকা পরিশোধের কয়েকটি বিকাশ নম্বর দিতেন এবং টাকা পরিশোধ করে রাজারবাগ পুলিশ লাইন্স গেইট থেকে মোটর সাইকেল সংগ্রহ করার কথা বলতেন।
এতে প্রলুব্ধ হয়ে সেসব নম্বরে অনেকে টাকা পাঠিয়ে প্রতারিত হয়েছেন। গত কয়েক মাসে চক্রটি এভাবে ৭ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারিতদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে সেপ্টেম্বরে তদন্ত শুরু করে ডিবি। তদন্ত করে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার চরপাথরঘাটার বাসিন্দা কাতার প্রবাসী আতাউরের সন্ধান পাওয়া যায়। সে এলাকায় গিয়ে দাগনভূঁঞার রনির সন্ধান পাওয়া যায় এবং শনিবার তাকে গ্রেফতার করা হয়। প্রতারণার মাধ্যমে দাবি করা টাকাগুলো পাঠানোর জন্য আতাউর রনির বিকাশ নম্বর দিতেন। সেসব নম্বরে পাঠানো টাকা নজরুল নামে ফেনীর এলাহাবাদের কাতার প্রবাসী অপর এক যুবকের নির্দেশনা মতে রনি বিভিন্ন জনকে পাঠিয়ে দিত এবং আতাউরকে নজরুল কাতারের মুদ্রা পরিশোধ করত।
পুলিশ জানায়, আতাউর মোবাইল ফোনে জলিল মন্ডলের মতো করে কথা বলতে পারেন। ভুয়া ফেইসবুক আইডি খুলে সে বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে রিকোয়েস্ট পাঠাতেন এবং কথা বলতেন। আইডিতে আব্দুল জলিল মন্ডলের বিভিন্ন ছবির পাশাপাশি ফ্রেন্ড লিস্টে বিভিন্ন পুলিশ কর্মকর্তার ছবি দেখে সহজে প্রতারিত হতেন সাধারণ মানুষসহ অনেক পুলিশ সদস্য। জানা যায় সম্প্রতি সিএমপি সদর দপ্তরে অফিস সহকারী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে নিয়োগ দেওয়ার কথা বলেও অনেকের সাথে যোগাযোগ করেন আতাউর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।