Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : শনিবার ভোররাত রাত ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে নোয়াখালীর কয়েকটি উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দুই শতাধিক ঘর কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে গেলে নোয়াখালী জেলা শহরে ৭ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি ও ঝড় শুরু হয়। ঝড়ে বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিন সিটের একটি ঘর ও ওই গ্রামের ২৯টি বসত এবং রান্না ঘর ভেঙে পড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও হাজার হাজার গাছ ও ফসলি জমির রবিশস্য ও তরিতরকারীর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় এখনো কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম জানান, ঝড়ে তার বিদ্যালয়ের একটি ভবন ভেঙে পড়ে গেছে। বর্তমানে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ