Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজন শেলটেক পদক পেলেন

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় নির্মাণ প্রতিষ্ঠান শেলটেক দেশের তিনজন প্রথিতযশা ব্যক্তিকে শেলটেক পদক প্রদান করেছে। শেলটেক প্রতি বছর একজন বিশিষ্ট ব্যক্তিকে এই পদক প্রদান করে থাকে। গত শনিবার রাজধানীর পান্থপথের শেলটেক ভবনে ২০১৫, ১৬ ও ১৭ সালের জন্য তিনজনকে একত্রে শেলটেক পদক তুলে দেয়া হয়েছে। চলতি বছর এ পদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। ২০১৬ সালের জন্য পেয়েছেন বিশিষ্ট পানি বিজ্ঞানী ও পরিবেশবিদ প্রফেসর ড. আইনুন নিশাত। ২০১৫ সালের জন্য শেলটেক পদক দেয়া হয়েছে খ্যাতনামা কার্টুনিস্ট প্রফেসর রফিকুন নবীকে (রনবী)। পদক হিসেবে একটি ক্রেস্ট ও দুই লাখ টাকার চেক দেয়া হয়। এ তিনজনের হাতে পদক তুলে দেন শেলটেকের চেয়ারম্যান প্রকৌশলী মো. কুতুবউদ্দিন আহমেদ ও শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম সেরাজ। এ সময় উপস্থিত ছিলেন শেলটেকের পরিচালক তানভীর আহমেদ ও সামিয়া সেরাজ। দেশের গুণীজনদের সম্মাননা জানাতে ১৯৯৮ সাল থেকে পদক প্রবর্তন করে শেলটেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ