Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোবিপ্রবি’র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল কার্যালয়ে ভর্তি কমিটির চেয়ারম্যান ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান সাংবাদিকদের সামনে ফলাফল প্রকাশ করেন। এরআগে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও ফলাফল প্রকাশ কমিটির আহ্বায়ক প্রো -ভিসি প্রফেসর ড. মো. আবুল হোসেন ভিসির নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন। এ বছর ৪টি ইউনিটে পরীক্ষার্থীর পাশের হার যথাক্রমে ‘এ’ ইউনিটে ৭৫.১০%, ‘বি’ ইউনিটে ৭৪.৭২%, ‘সি’ ইউনিটে ৭৯.০০% এবং ‘ডি’ ইউনিটে ৭৬.৯০%। চারটি ইউনিটের অধীনে এবার ২৫টি বিভাগে সর্বমোট ১২০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ও (িি.িহংঃঁ-ধফসরংংরড়হ.রহভড়) ওয়েবসাইটে পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিন ড. মো. হুমায়ুন কবির, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, পরীক্ষা পরিচালনা উপ-কমিটির আহŸায়ক শিক্ষক সমিতির সভাপতি মেহেদি মাহমুদুল হাসান, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ‘এ’ ইউনিটে ভর্তি পরিক্ষায় সর্বোচ্চ নাম্বার ৮৮, ‘বি’ ইউনিটে ৮৭, ‘সি’ ইউনিটে ৭৪,‘ডি’ ইউনিটের বিজ্ঞান শাখায় ৮৫, ব্যবসায় শাখায় ৭৯ এবং মানবিক শাখায় ৬৬ পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ