Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবির আইন অনুষদের ফল প্রকাশ

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন অনুষদের (বি ইউনিট) ফল প্রকাশ করা হয়েছে। আইন অনুষদের ডীন আবু নাসের মো. ওয়াহেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি’ ইউনিটে বি-১ গ্রুপ থেকে মেধাতালিকায় প্রথম থেকে ১১৯ জন এবং বি-২ গ্রুপে ১১০ জন শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্স ভবনে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের জন্য নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই অনলাইনে ৭ থেকে ১২ নভেম্বর রাত ১২টার মধ্যে সাবজেক্ট চয়েজ ফরম পূরণ করতে হবে। সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র এবং রেজিস্ট্রশন কার্ড সঙ্গে রাখতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র ও সাবজেক্ট চয়েজ ফরম সঙ্গে আনতে হবে।‘বি’ ইউনিটের (আইন অনুষদের) ফলসহ বিস্তারিত তথ্য ( যঃঃঢ়://ধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ/ঁহফবৎমৎধফঁধঃব ) এ ওয়েবসাইটে জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ