বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুবি সংবাদদাতা : একের পর এক বিভিন্ন বাহানায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হচ্ছেন অনেক শিক্ষার্থী। কখনও দলীয় অন্তঃকোন্দল, কখনও পূর্ব শত্রæতা, আবার কখনও শিবির অভিযোগে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বেধড়ক মারধরের শিকার হয়েছেন অনেক শিক্ষার্থী। এ রকম মারধরের নানান অভিযোগের মধ্যেই শিবিরের অভিযোগে ফের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঐ শিক্ষার্থীকে মারধর করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মো: রায়হান ইসলামকে শিবির করার অভিযোগ দিয়ে মারধর করে শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাদী (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৭ম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক গোলাম দস্তগীর ফরহাদ (গনিত বিভাগের ৭ম ব্যাচ), ছাত্রলীগ কর্মী হাসান বিদ্যুৎ (পদার্থ বিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচ) ও রাফিউল আলম দীপ্তসহ (হিসাব ও তথ্য বিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচ) ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী রায়হানকে কাঠ দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় বন্ধুরা রায়হানকে অটো রিক্সায় করে নিয়ে যাওয়ার পথে রায়হান ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমাকে তারা ডেকে নিয়ে শিবির বলে মারধর শুরু করে।’ তবে তিনি কোন রাজনীতির সাথেই জড়িত নয় বলে জানান রায়হান। অভিযুক্তদের মধ্যে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সাদীর মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘ঐ শিক্ষার্থী শিবির হয়ে থাকলে মারধর করা ঠিক আছে। আর ঐ শিক্ষাথীর্ শিবির না হয়ে থাকলে যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ শিবিরের অভিযোগে ছাত্রলীগ কাউকে মারধর করতে পারে কিনা এবং এতে আইনের অমান্য হয় কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান ইলিয়াস হোসেন। এ বিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘মারধরের বিষয়ে কোন অভিযোগ এখনও আমি পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ এর আগেও শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সাদীর বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেয়াসহ সাধারণ শিক্ষার্থীদের মারধরের অভিযোগ রয়েছে। গত ৯ আগস্টও দুই শিক্ষার্থীকে শিবিরের অভিযোগে মারধর করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।