Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ ব্যাড মম্স ক্রিসমাস

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কমেডি ফিল্ম ‘আ ব্যাড মম্স ক্রিসমাস’ যৌথভাবে পরিচালনা করেছেন জন লুকাস এবং স্কট মুর। লুকাস আর মুর এর আগে যৌথভাবে ‘টোয়েন্টিওয়ান অ্যান্ড ওভার’ (২০১৩) এবং ‘ব্যাড মম্স’ (২০১৬) চলচ্চিত্র দুটি পরিচালনা করেছেন। ‘আ ব্যাড মম্স ক্রিসমাস’ ‘ব্যাড মম্স’ ফিল্মের সিকুয়েল।
তিন নারী- এমি (মিলা কুনিস), কিকি (ক্রিস্টেন বেল) এবং কার্লা (ক্যাথরিন হান)। মা হিসেবে তারা আদর্শ কিনা তা হয়তো নিশ্চিত করে বলা যায় না, তারা প্রচুর পরিশ্রম করে, বলা যায় সাধ্যের চেয়ে বেশিই করে, তবে তার প্রশংসা বা স্বীকৃতি পায় না তারা। এ নিয়ে তাদের হতাশার কমতি নেই। পাশ্চাত্যে মায়েদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বড়দিনের উৎসব এসে গেছে। পরিবারের জন্য এক নিখুঁত উৎসবময় পরিবেশ সৃষ্ট করতে হবে। এর মধ্যে তাদের প্রত্যেকের মারাও (ক্রিস্টিন বারান্স্কি, শেরিল হাইন্স, সুসান স্যারান্ডন) এসে তাদের বাড়িতে উপস্থিত হয়। তাদের মায়েরা যখন তাদের জীবনকে এলোমেলো করে দেয় তখন তারা তিনজন নিজেদের জীবনে বড়দিনের উৎসব ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ