Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার বছর পর একসঙ্গে আমিন খানও ফারহানা মিলি

অভি মঈনুদ্দীন ঃ | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 ”িত্রনায়ক আমিন খান চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করছেন। বিশেষ দিবসের নাটক টেলিফিল্মে তাকে অভিনয় করতে দেখা যায়। অন্যদিকে ছোটপর্দার অভিনেত্রী ফারহানা মিলি সবসময়ই গল্প এবং চরিত্র বেছে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই দুই অভিনয়শিল্পী চার বছর পর আবারো একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ভালোবাসার রঙধনু’। নাটকটি নির্মাণ করেছেন রবিউল ইসলাম প্রধান। গত শুক্র ও শনিবার রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। আমিন খান বলেন, ‘সব ভালোবাসারই যে মিলন হয়না এবং মিলন ছাড়াও যে ভালোবাসা অটুট থাকে তাই ভালোবাসার রঙধনু নাটকে তুলে ধরা হয়েছে। রবির নির্দেশনায় এর আগেও কাজ করেছি। বেশ যত্ম নিয়ে কাজ করার চেষ্টা করে রবি। মিলির সঙ্গে প্রায় চার বছর পর কাজ করেছি। অভিনয়ে মিলি বেশ সাবলীল। আশা করি, দর্শকের ভালো লাগবে।’ আমিন খান জানান, আগামী ২৩ নভেম্বর নাটকটি আরটিভিতে প্রর্চা হবে। আমিন খান ও ফারহানা মিলি চার বছর আগে প্রথম অনন্য ইমনের নির্দেশনায় ‘ওয়াটার কালার’ নাটকে অভিনয় করেন। এরপর তাদের দু’জনকে আর একসঙ্গে অভিনয়ে দেখা যায়নি। ফারহানা মিলি এরমধ্যে মামুনুর রশীদের নির্দেশনায় য²া বিষয়ক একটি জনসচেতনতা মূলক ডকুড্রামায় অভিনয় করেছেন। নিয়মিত অভিনয় করছেন মিলি মোস্তফা কামাল রাজের নির্দেশনায় এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পোস্ট গ্র্যাজুয়েটে’। এদিকে আমিন খান শিগগিরই ‘অবতার’ নামের নতুন একটি চলচ্চিত্রের শূটিং শুরু করতে যাচ্ছেন। এতে তার সহশিল্পী মাহিয়া মাহি। চলচ্চিত্রটি নির্মাণ করবেন মাহমুদ হাসান। এছাড়া তিনি কালাম আজাদের নির্দেশনায় ‘বিরোধ’ নামের একটি ধারাবাহিক নাটকেরও শুটিং শুরু করতে যাচ্ছেন। সবমিলিয়ে বলা যায় ছোটপর্দা এবং বড় পর্দা-দুই পর্দাতেই আমিন খান সমানতালে কাজ করছেন। আমিন খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র উত্তম আকাশ পরিচালিত ‘এক জবানের জমিদার’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ