Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শেখ মিলনের একশত গান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শেখ মিলন একাধারে একজন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, কণ্ঠশিল্পী, টিভি উপস্থাপক, কবি ও নাট্যকার। তার কথা, সুর ও সংগীত পরিচালনায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে রয়েছে শতাধীক গান। নিজের গাওয়া অ্যালবাম বেশ কয়েকটি। তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বিটিভিতে তার লেখা বেশ কয়েকটা খন্ড নাটক প্রচারিত হয়েছে। উপস্থাপনা করেন বিটিভি'র 'কাটুক সময় গানে গানে' শিরোনামের একটি অনুষ্ঠানে। শাস্ত্রীয় শিক্ষায় শিক্ষিত, সংগীত অন্তপ্রাণ শেখ মিলন স¤প্রতি বি.মিউজিক নামের একটি প্রতিষ্ঠানের প্রযোজনায় একশত গানের একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। বিভিন্ন গীতিকারের পাশাপাশি নিজের কথায়--সুর ও সংগীত পরিচালনা করছেন তিনি। গানগুলো কণ্ঠ দিচ্ছেন--নবীন-প্রবীণ শিল্পীগণ। তাদের মধ্যে অন্যতম ফাতেমা তুজ জোহরা, ইয়াসমীন মুশতারি, রফিকুল আলম, আবিদা সুলতানা, রোমানা ইসলাম, ন্যান্সি, কাজী শুভ, কণা, ঐশি, রাজীব, রাফাত, মুহিন, সাব্বির জামান, খালেদ মুন্না, লিজা, মোহনা নিশাদ প্রমুখ। শেখ মিলন জানান, শত গানের প্রজেক্টে বাংলাদেশের মূল ধারার প্রায় সকল প্রমিনেন্ট সিঙ্গারই গান করার প্রতিশ্রæতি দিয়েছেন। আমি দিন-রাত সে লক্ষ্যেই নিজস্ব স্টুডিও 'গান পাগল'-এর সুর ও সংগীতের কাজ করে যাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ