Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগাড়ায় সাংবাদিক সম্মেলনে বিধবা রোকসানার আর্তি

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : লোহাগাড়া উপজেলার আধুনগর সর্দারনী পাড়ার মৃত জসিম উদ্দীনের স্ত্রী ৪ কন্যা সন্তানের জননী রোকসানা আক্তারের সহায় সম্পদ কেড়ে নিয়ে শশুর বাড়ী থেকে তাড়িয়ে দিল শশুরবাড়ীর দুই মেয়ে ফরিদা বেগম ও কনিচা বেগম। বিচারের আশায় অসহায় বিধবা রোকসানা গতকাল রবিবার সকাল ১০টায় স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন। এ সময় রোকসানার ৪ মেয়ে উপস্থিত ছিল। এছাড়া এর আগে পুলিশের উর্ধ্বতন মহলে লিখিত অভিযোগ দায়ের করেন করেছেন বলে ও জানিয়েছেন রোকসানা আক্তার। সাংবাদিক সম্মেলনে রোকসান বেগম বলেন, উপজেলার আধুনগর সর্দারনী পাড়ার সিদ্দিক আহমদের ছেলের সাথে প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়। তাদের বিবাহীত জীবনে তাদের ৪ টি কন্যা সন্তান রয়েছে। তাদের বয়স যথাক্রমে ১২,৭ , ৫ বছর ও ৭ মাস বছর। শেষ সন্তান জন্ম নেওয়ার ২ মাসের মাথায় হঠাৎ তার স্বামী মারা যায়। স্বামীর হঠাৎ মৃত্যুর কারনে তিনি অসহায় হয়ে পড়েন। এ সময় তার স্বামীর দুইবোন মিলে তার কাছ থেকে জোর করে দুইটি চেকে সই নিয়ে তার নগদ সাড়ে ১২ লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে নেয়। তার স্বামীর ক্রয় করা দুইটি বিমানসু ও ২ টি ডাম্পার ও ১ টি মোটর সাইকেল রেখে দিয়ে বাড়ী থেকে বের করে দেয়। এছাড়াও তারা জোর করে বিধবা রোকসানা আক্তারের কাছ থেকে ৮ টি সাদা ষ্ট্যাম্প ও ৪ টি সাদা কার্টিজ এ স্বাক্ষর নেয়। বাড়ী থেকে বের করে দেওয়ার সময় ফরিদা ও তার বোন গাড়ী ও গাড়ীর কাগজপত্রগুলোও নিয়ে নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ