রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাঙ্গলকোট(কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের নাঙ্গলকোট-শ্রীফলিয়া-বাঙ্গড্ডা বাজার সড়কটির বেহাল দশা বিরাজ করছে। দীর্ঘদিন থেকে সড়কটির বেহাল দশায় এলাকাবাসীকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে সড়কটি দিয়ে যানবাহন চলাচলে তীব্র ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
জানা যায়, এল জি ই ডির আওতাধীন ৯কিলোমিটার দীর্ঘ সড়কটির বেহাল দশায় গত প্রায় ৩বছর থেকে এলাকাবাসীকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটির নাঙ্গলকোট পৌর সদর থেকে শুরু হয়ে বাঙ্গড্ডা বাজার পর্যন্ত সড়কের বিভিন্নস্থানে পিচ উঠে ছোট-বড় কয়েক‘শ গর্তের সৃষ্টি হয়েছে। নাঙ্গলকোট পৌর সদরের নাঙ্গলকোট, অশ্বদিয়া, ভুলুয়াপাড়া, জোড়পুকুরিয়া, শ্রীফলিয়া বাজারের দক্ষিণ পাশ থেকে মাদরাসা সংলগ্ন সড়ক পার হয়ে শ্রীফলিয়া বাজার হয়ে কৈয়া, ছেহরিয়া, দৌলতপুর, রামেরবাগ, বাঙ্গড্ডা দক্ষিণপাড়া হয়ে বাঙ্গড্ডা দীঘির পাড় পর্যন্ত সড়টিতে ছোট-বড় অসংখ্য গর্তের কারণে এলাকাবাসীকে যাতায়াতে সবচাইতে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীবাহি সি এন জি চালিত অটোরিক্সা, ইজিবাইকে যাতায়াতকারীদের ছোট-বড় গর্তে দিয়ে নিয়মিত যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়ক সংলগ্ন ভুলুয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শ্রীফলিয়া দাখিল মাদ্রাসা, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছোট-বড় গর্ত দিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া মালবাহি ট্রাক, ট্রাকটর পিকআপভ্যান, যাত্রীবাহি মাইক্রোবাস দিয়ে যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দিয়ে আধা ঘন্টার যাতায়াতে কখনো দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লেগে যায়। সড়কটি দিয়ে নিয়মিত যাতায়াতকারী সাইফুল ইসলাম, ই¯্রাফিল খাঁন, ইয়াছিন মজুমদার জানান, সড়কটি দিয়ে সিএনজি চালিত অটোক্সিায় এবং ইজিবাইকে নিয়মিত যাতায়াত করতে গিয়ে ছোট, বড় গর্তে পড়ে চরম দুর্র্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে সড়কের ছোট-বড় গর্তে পানি জমে নাকাল হতে হয়। দীর্ঘদিন থেকে সড়কটির বেহাল দশা বিরাজ করলেও সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় এলাকাবাসীকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটির বেহাল দশা নিয়ে ইতোমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী জাবেদ হোসেন বলেন, সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।