Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে মানববন্ধন

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার নামে ৩ হাজার বিঘা উর্বর তিন ফসলী জমি অধিগ্রহন করার পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ওই ইউনিয়নের কয়েক হাজার কৃষক। রোববার দুপুরে শহরের জিরো পয়েন্ট এলাকায় কৃষি (ফসলি) জমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বানে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম খান, কৃষক নেতা ওবায়দুল্লাহ মুসা, আব্দুর রশিদ, মামুনুর রশিদ, শাহজামান তালুকদার সহ স্থানীয় কৃষকরা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জয়পুরহাটের সিমেন্ট ফ্যাক্টরী, টেক্সটাইল মিল ও কয়লা খনির নামে ৪০ বছর পূর্বে কয়েক হাজার একর জমি একোয়ার করে তা ফেলে রাখা হয়েছে। আজও পর্যন্ত সেখানে কোন কলকারখানা বা ফ্যাক্টরী গড়ে তোলা সম্ভব হয়নি। অথৎ খাদ্য উবৃত্ত জেলা ফসলে জোগান দেওয়ার জমি কেড়ে নেওয়ার পরিকল্পনা চলছে। যা একেবারেই অবাস্তব। সমাবেশ শেষে কৃষকরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ