বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আওয়ামী লীগ তাতে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় গয়েশ্বর এ মন্তব্য করেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টুর মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
গয়েশ্বর বলেন, ‘নির্বাচনে আদৌ যাব না, তা নয়। নির্বাচনে যাওয়ার জন্য যা যা অন্তরায় আছে, সেসব সমস্যার মূলোৎপাটিত করে অর্থাৎ, নিরসন করেই আমরা নির্বাচনে যাব। বাংলাদেশে পরবর্তী নির্বাচন অবাধ, সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখা দিলে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করবে। কারণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ আসবে না।’
‘‘বিএনপি এখন শেখ হাসিনার জন্য গলার কাঁটা। ‘১৪ সালে যে কারণে আমরা নির্বাচনে যাই নাই, সেই কারণ বলবত রেখে আমরা নির্বাচনে যেতে পারি না। সুতরাং যেই কারণে যাই নাই, সেই কারণগুলোকে মোকাবেলা করে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেই আমরা নির্বাচনে যাব। তবুও শেখ হাসিনার অধীনে নয়।’’
বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন তো হবেই, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না বলেই ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সংসদে ঢুকে ৫ মিনিটের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে সকল রাজনৈতিক দল বিলুপ্ত করলেন।’
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সম্মিলিত ছাত্র ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।