Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে -পীর সাহেব চরমোনাই

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফেনী জেলা ও ছাগলনাইয়া উপজেলা সংবাদদাতা ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, আমিরুল মুজাহিদীন মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। এ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে এ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবেনা। ইতোপূর্বে বর্তমান সরকারের অধীনে যে সমস্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোর একটিও সুষ্ঠু হয়নি। বর্তমানে সরকারের অধীনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এ নির্বাচন ইসলামী আন্দোলন অংশগ্রহণ করবেনা। কেননা ওই নির্বাচন দেশের মধ্যে শান্তি শৃঙ্খলার পরিবর্তে অশান্তি খুন খারাবি বয়ে আনবে। তিনি আরো বলেন, আজ মায়ানমারের মুসলিম জনতা ইতিহাসের সর্ব নিকৃষ্ট জগন্যতম নির্যাতনের শিকার যা মায়ারমারের ষ্টেট কাউন্সিলের প্রধান অংসান সূচি ও সেনাবাহিনী জাতি নিধনের জন্য এ নির্যাতন চালাচ্ছে। আজকে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, বিশ্বের মুসলিম জনতার প্রাণের দাবি মায়ানমারের মুসলমানদের উপর সর্ব প্রকার নির্যাতন বন্ধ করতে হবে এবং বাংলাদেশে আসা সকল রোহিঙ্গাকে সর্বপ্রকার জাতীয় সুবিধা দিয়ে নাগরিকত্ব প্রদান করে নিতে হবে এবং রোহিঙ্গা মুসলমানদের হত্যার জন্য আন্তর্জাতিক আদালতে অংসান সূচি ও সেনাবাহিনীকে সর্ব্বোচ্চ শাস্তি দিতে হবে। পীর সাহেব চরমোনাই আরো বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশে হারা হয়ে পড়েছে। সাধারণ মানুষের জীবন যাত্রা সুন্দর ভাবে চলার জন্য দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধ করতে হবে। আজ দেশের সর্ব জায়গায় বিশৃঙ্খলা বিরাজ করছে এবং সর্বত্র আজ চাঁদাবাজি ও টেন্ডারবাজি চলছে। এজন্য সমস্ত মিডিয়া একমত সরকার দলীয় ছাত্রলীগ ও যুবলীগ দায়ী । দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অবশ্যই ছাত্রলীগ ও যুবলীগের লাগাম টেনে ধরতে হবে। অন্যথায় দেশের মানুষের গণআন্দোলনে সরকার ভেসে যাবে। তিনি গতকাল শনিবার বিকেলে ফেনীর ব্যতিক্রম কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলন বাংলাদেশ মুজাহিদ কমিটি ছাগলনাইয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত স্থানীয় কলেজ রোডে ইসলামী মহা সম্মেলন ও হালকায়ে যিকির মাহফিলের পূর্বে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন। সম্মেলনে মাওলানা জাহিদুল ইসলামকে সভাপতি ও মাওলানা একেএম ফয়েজ উল্যাহ সেক্রেটারী নির্বাচিত হন। ইসলামী মহা সম্মেলনে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মাওলানা নুরুল করিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ