Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভটিজিংয়ের অভিযোগে ২ বখাটের কারাদন্ড

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো ঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইভ টিজিং এর অভিযোগে দুই বখাটেকে এক বছর করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এরা হলো উপজেলার রাজারামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সনি (২০) ও একই উপজেলার পলিপালাম মুন্সিপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে পায়েল (১৯)। শাজাহানপুর উপজেলার বড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়–য়া মোছাঃ লাকি আক্তার (১২) এর পিতা-লাল মিয়া প্রামানিক জানান, শাজাহানপুর উপজেলার ওই দুই বখাটে নিয়মিত ভাবে তার মেয়ে লাকিকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছিল। গত ২৯ অক্টোবর মডেল টেস্ট শেষে বাড়ি ফেরার পথে জোর পূর্বক ধারালো অস্ত্রের মুখে আমার মেয়েকে বলপুর্বক সিএনজিতে উঠিয়ে বলে কোন কিছু করলে এসিড দিয়ে মুখ ঝলসে দেয়া হবে। সিএনজি অটো রিক্সাতে করে তাকে শেরপুরের পল্লী উন্নয়ন একাডেমী এলাকায় নিয়ে আসা হয়। এক পর্যায়ে গাড়ি থেকে নামানোর সময় সে স্থানীয় লোকজনদের সহযোগিতায় পালিয়ে আসে। ওই ঘটনায় ২ নভেম্বর উপজেলা প্রশাসনের কাছে বিচারের আবেদন করা হয়। তারপরও তাদের বখাটেপনা বন্ধতো হয়নি উপরোন্তু গতকাল শনিবার সকাল ৯ টায় আবারো ওই দুই বখাটে তাকে স্কুল গেটের পাশে উত্যক্ত করে। এখবরে শাজাহানপুর থানার পুলিশের সহযোগিতায় তাদের কে হাতেনাতে আটক করে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ কামরুজ্জমানের ভ্রাম্যমান আদালতের সম্মুখে তাদের হাজির করা হয়। দ’ুজনই দোষ স্বীকার করায় আদালত উভয়কে এক বছরের বিনাশ্রম কারাবাসের আদেশ প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ