Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজকের শিশু দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ -মেয়র বুলবুল

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : “কৃমিনাশক ঔষধ সেবন করি, কৃমিমুক্ত বাংলাদেশ গড়ি” শিরোনামে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় “কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ, নভেম্বর ২০১৭” আনুষ্ঠানিকভাবে গতকাল উদ্বোধন করা হয়েছে। সকালে ৩নং ওয়ার্ডের ডিবি আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল প্রধান অতিথি হিসেবে শিশুদের কৃমিনাশক ঔষধ খাওয়ানোর মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। শিশুদের সুস্থ্য ও সবলভাবে গড়ে তুলতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। সন্তানদের স্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিশুকে অবশ্যই বছরে দুইবার কৃমি নাশক ট্যাবলেট খাওয়াতে হবে। কৃমি আমাদের দেহকে পুষ্টিহীন ও রক্তস্বল্পতায় পরিণত করে তাই এ বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। এ ট্যাবলেটে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই তা উল্লেখ করে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহবান জানান মেয়র।
রাসিকের কাউন্সিলর মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মরিয়ম বেগম। স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে মোঃ ওয়াজির আলী, ইলিয়াস আলী, ছানাউল্লাহ, নাজির হোসেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ