Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপিকে দমানোর কৌশল আর কাজে আসছে না -বগুড়ায় সম্বর্ধনা সভায় ভিপি সাইফুল

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো ঃ বগুড়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সদ্য কারামুক্ত নেতা সাইফুল ইসলাম বলেছেন, ‘‘সরকারের হত্যা,গুম, হামলা ও মামলার মাধ্যমে বিএনপিকে দমানোর কৌশল আর কাজে আসছেনা। সরকারের সীমাহীন দমন পীড়ন উপেক্ষা করে দেশনেত্রীর ডাকে মানুষ এখন রাজপথে বেরিয়ে এসেছে ।’’ তিনি গতকাল ( শনিবার ) বিকেলে বগুড়া জেলা বিএনপি অফিসের সামনের নবাববাড়ী সড়কে তার সম্মানে তাৎক্ষনিকভাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবর্ধনা সভায় বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথা বলেন। সংর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপিসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, দলের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শোকরানা, জেলা সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, মহিলাদল সভানেত্রী লাভলী রহমান, সিনিয়র আইনজীবী এ্যাড,আতাউর রহমান মুক্তা এ্যাড, নাজমুল হুদা পপন, ধুনট উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাসব, মাও ফজলে রাব্বী তোহা, শহর যুবদল সভাপতি মাসুদ রানা মাসু, শ্রমিকদল সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ।সভায় বিএনপি ও এর অঙ্গদল সমুহের পক্ষ থেকে তাকে বিপুলভাবে ফুলেল শুভেচ্ছা জানান হয় । উল্লেখ্য ভিপি সাইফুল গত ২১ সেপ্টেম্বর বগুড়ায় আদালতে মামলায় হাজিরা দিতে গিয়ে আদালতের নির্দেশে কারারুদ্ধ হন । সম্প্রতি তিনি কারামুক্ত হলেও অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হন । শুক্রবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শনিবার প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে উপস্থিত হন । সম্বর্ধনা সভা শেষে তিনি দলের কার্যালয়ে উপস্থিত নেতা কর্মিদের সাথে ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন পালনের কর্মসুচি প্রণয়ন নিয়ে মত বিনিময় করেন ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ