Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২১ নভেম্বর জমিয়াতুল মোদার্রেছীনের রংপুর আঞ্চলিক সম্মেলন

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


গংগাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা : মাদরাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক পেশাজীবি সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রংপুর আঞ্চলিক সম্মেলন সফল করার লক্ষ্যে রংপুর বিভাগের ৮ জেলা ও রংপুর মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণের এক সভা গতকাল ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান জমিয়াতুল মোদার্রেছীন জাতীয় নির্বাহী পরিষদের যুগ্ন মহাসচিব ও রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা আ. ন. ম. হাদীউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নজরুল ইসলাম, নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা এ.বি.এম মনসুর আলী, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলতাফ হোসেন, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মোঃ আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইদ্রিস আলী, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মুহাঃ নূর রখত, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শফিকুর রহমান, লালমনিরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সাহেদার রহমান, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোঃ মুজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ খোরশেদ আলম। নেতৃবৃন্দ মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীতেদর চাকরি জাতীয়করণের দাবিতে আগামী ২১ নভেম্বর ২০১৭ সকাল ১০ টায় ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম কামিল মাদরাসায় রংপুর আঞ্চলিক সম্মলেন সফল করার লক্ষ্যে আলোচনা করে একটি বাজেট ও একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ