বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ মাসুমকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এ ঘটনায় নগরীর পাটগুদাম এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সৌরভ, হরিবল ও মোস্তফা ওরফে মস্তু। গতকাল শনিবার দুপুরে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দিনগত গভীর রাতে আহত মাসুমের ভাই নাজমুল হাসান জনি বাদী হয়ে মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক রাসেল পাঠান, সদস্য রাজিবসহ ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়। এ মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন মহানগর যুবলীগের যুগ্ম আহŸায়ক রাসেল পাঠান (৩৬), কর্মী রাজিব খান (৩০), জাহিদ হাছান শামীম ওরফে কাইল্যা শামীম (২৮), বাছির মÐল (২৭), শ্রী সুমন সরকার (২৯), সাদ্দাম (২৫), নীরব চৌধুরী নয়ন (২৮), শ্রী দীপক সরকার রাজিব (২৯), পারভেজ (২৮), শ্রী হরিবল (২৫), মুছা (৩০), রাজিব (২৬), আশরাফুল ইসলাম ওরফে জনি (২৮), মনা (২৫), রাসেল (২৪), ঝন্টু (২৫), ফরিদ ওরফে গুলি ফরিদ (২৬), মনা (৪২) এবং মঈন (২৭)। মামলার বাদী নাজমুল হাসান জনি দাবি করেছেন, তিনি ঘটনাস্থলের সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করেছেন।
এর আগে পূর্ব শত্রæতার জের ধরে গত সোমবার রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুমকে নগরীর জয়নুল উদ্যানের ১ নম্বর গেটের সামনে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে গুরুতর অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে, চাঞ্চল্যকর এ ঘটনার পরেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শুক্রবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল করে। এ মিছিল শেষে সমাবেশ থেকে মাসুমের উপর হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন। এ আল্টিমেটামের পরই নড়েচড়ে বসে পুলিশ। ওই রাতেই গ্রেফতার করা হয় ৩ আসামিকে। তবে এখনো প্রথম কাতারের আসামিদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতারা। এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম জানান, কোন আসামিকেই ছাড় দেয়া হবে না। খুব দ্রæত সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।