Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম জোনের মতবিনিময় সভায় আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ নেতৃবৃন্দ

আটাবে ব্যক্তি স্বার্থকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : স্বৈরতন্ত্রের কারণে আটাবে নির্বাচিত প্রতিনিধিরা অবহেলিত। সদস্যদের স্বার্থ রক্ষার পরিবর্তে আটাবে ব্যক্তি স্বার্থকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে। আসন্ন আটাব নির্বাচনে দুর্নীতি মুক্ত আটাব প্রতিষ্ঠায় ভোটাররা ঐক্যবদ্ধ হচ্ছে। গতকাল শনিবার রাতে চট্টগ্রামের নাসিরাবাদস্থ ‘হোটেল ডি পেনিনসুলার বলরুমে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ চট্টগ্রাম জোনের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় নেতৃবৃন্দ একথা বলেন। এয়ার বাংলা ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম. এস. আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ–এর প্রধান উপদেষ্টা ও হাবের সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুস শাকুর, হাবের সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহীম বাহার, হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন, আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ-এর প্যানেল প্রধান মনছুর আহামেদ কালাম, প্রধান সমন্বয়কারী সৈয়দ গোলাম সরওয়ার, হাবের ইসি সদস্য আকবর হোসেন মঞ্জু, আটাবের ইসি সদস্য ও হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কবির খান জামান, হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট, বীর মুক্তিযোদ্ধা মো: তাজুল ইসলাম, আটাব নেতা আব্দুল মতিন ভূঁইয়া, আটাব ও হাবের ইসির অন্যতম সদস্য আলহাজ এডভোকেট ড. আবদুল্লাহ আল নাসের, হাবের প্রতিষ্ঠাতা যুগ্ম-মহাসচিব মাওলানা মাহবুবুর রহমান, চট্টগ্রামের আটাব নেতা মোহাম্মদ আবুল কাশেম, নজরুল ইসলাম, মোহাম্মদ শাহ্জাহান, মোঃ আব্দুল খালেক, শফিউল্লাহ নান্টু, এস এম ইব্রাহীম, মোঃ মোরশেদুল আলম চৌধুরী ও মোঃ মনিরুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জোনাল প্যানেল প্রধান এম এস আলম। সভা পরিচালনা করেন আজহারুল ইসলাম।
আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ-এর প্রধান সমন্বয়কারী সৈয়দ গোলাম সরওয়ার বলেন, এমন এক সময়ে আটাব নির্বাচন হতে যাচ্ছে যখন আটাব-এর মত একটা গুরুত্বপূর্ণ ট্রেড অর্গানাইজেশনের ভাব-মর্যাদা ভ‚লুন্ঠিত। তিনি সদস্যদের স্বার্থ রক্ষা এবং আটাব থেকে স্বৈরতন্ত্র উৎখাতের জন্য গণতান্ত্রিক সচেতন পরিষদের পূর্ণ প্যানেলকে বিজয়ী করার অনুরোধ জানান।
আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ-এর প্যানেল প্রধান মনছুর আহমেদ কালাম বলেন, আটাব-এ বর্তমানে ২/৩ জন ব্যতীত আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা অবহেলিত। এক দুই ব্যক্তির নৈরাজ্য চলছে আটাবে। তিনি বলেন, আবারও টাওয়ার-পাওয়ার, সিন্ডিকেট প্রথাকে প্রতিষ্ঠিত করার খেলা জমজমাট। গণতন্ত্রের নামে আটাবে চলছে স্বৈরতন্ত্র যা আটাব সদস্যদের ব্যবসার কল্যাণে প্রধান প্রতিবন্ধক। তিনি ১১ নভেম্বর আটাব নির্বাচনে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ–এর দক্ষ, যোগ্য, সৎ, নিষ্ঠাবান প্রার্থীদের পূর্ণ প্যানেলে ভোট দেয়ার জন্য আটাব সদস্যদের প্রতি আহবান জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ