Inqilab Logo

শুক্রবার, ২১ জুন ২০২৪, ০৭ আষাঢ় ১৪৩১, ১৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি আইএসের

আজারবাইজান সীমান্তে সংঘর্ষে ইরানী ৮ সীমান্তরক্ষী নিহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুর্কি সীমান্তে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৮ জন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। দেশটির পশ্চিম আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী চালদোরান শহরে এই সংঘর্ষ হয় বলে প্রদেশের উপ-গভর্নর আলীরেজা রাদফার জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার বিকেলে সীমান্তের জিরো-পয়েন্টে সংঘটিত এই সংঘর্ষে বহু সন্ত্রাসী নিহত হয়েছে। বর্তমানে ওই এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি অভিযান চলছে বলে রাদফার জানিয়েছেন। অপরদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছে আইএস। এক ভিডিও বার্তা প্রকাশ করে ইরানে সন্ত্রাসী হামলা চালানোর জন্য সমর্থকদের প্রতি আহŸান জানিয়েছে তারা। আইএস এমন সময় এ হুমকি দিল যখন এ গোষ্ঠীর প্রভাব ইরাক ও সিরিয়ায় শেষ পর্যায়ে। ওই ভিডিও বার্তায় আইএস বলেছে, যেসব জঙ্গি ইরাক ও সিরিয়ায় এই গোষ্ঠীর মূল দলে যোগ দিতে না পারবে তারা যেন ইরানের ভেতরে সন্ত্রাসী হামলা চালায়। ভিডিওতে ইরানের রাজধানী তেহরানে আইএসের সা¤প্রতিক সন্ত্রাসী হামলার কিছু ছবিও প্রকাশ করা হয়। গত ৭ জুন ইরানের পার্লামেন্ট ভবন ও ইমাম খোমেনী (রহ.)’র মাজারে আলাদা সন্ত্রাসী হামলা চালায় আইএস। দু’টি হামলায় ১৮ জন নিহত ও আরো বহু লোক আহত হন। ওই হামলার প্রতিক্রিয়ায় ১৮ জুন সিরিয়ার দেইর আযযোর প্রদেশে আইএসের কমান্ড সেন্টারে ছয়টি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ৬৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং আইএস জঙ্গিদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে গত ২৮ মে একই প্রদেশের উরুমিয়ে শহরে ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ‘পেজাক’র সদস্যদের সঙ্গে সংঘর্ষে দুই ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছিল। তুরস্কের কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে ইরানের ভেতরে সন্ত্রাসী ও নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য এই ‘পেজাক’ গোষ্ঠী তৈরি করেছে। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ব্রিটেন পেজাকের প্রতি সমর্থন জানিয়েছে। এসব দেশ পেজাক ও মোনাফেকিনের মতো ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে নিজেদের অশুভ লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সঙ্গে তুরস্ক ও ইরাকের সীমান্ত রয়েছে। আইআরআইবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ