Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যবিপ্রবিতে হচ্ছে বিশ্বমানের হ্যাচারি ও ওয়েট ল্যাব হবে কৌলতাত্তি¡ক গবেষণা ও পোনা উৎপাদন

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : বাংলাদেশের মৎস্য সম্পদের মাছের টেকসই উৎপাদনে কৌল তাত্তি¡ক গবেষণা, গুণগত মানের মাছের পোনা উৎপাদন, মা মাছের পুষ্টি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং বিশ্বমানের গবেষণাকে এগিয়ে নিতে যশোর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রতিষ্ঠিত হচ্ছে বিশ্বমানের হ্যাচারী ও ওয়েট ল্যাব।
গতকাল শনিবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে হ্যাচারীর নির্মাণকাজের উদ্বোধন করেন যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ এ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের তত্ত¡াবধানে হ্যাচারী ও ওয়েট ল্যাবটি নির্মিত হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনের সঙ্গে যশোরের বিশিষ্ট হ্যাচারী মালিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন হ্যাচারী মালিকদের উদ্দেশ্যে বলেন, হাতে-কলমে শিক্ষা ও গবেষণার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন গড়ে ওঠে, সেই লক্ষ্যে এই ধরনের হ্যাচারী ও ল্যাব প্রতিষ্ঠা করছে। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া শিক্ষার্থীরা যদি মানুষের কাজে না লাগে, তাহলে এই ধরনের গ্রাজুয়েট বের হয়ে তো কোনো লাভ নেই। তিনি বলেন, ‘আমেরিকা কী চায় সেটা আমাদের বিষয় নয়। আমাদের দেশ কী চায়, সেটার জন্যই দক্ষ গ্রাজুয়েট তৈরি করা আমাদের লক্ষ্য।’
মতবিনিময় সভায় যশোর জেলা মৎস্য হ্যাচারী সমিতির সভাপতি আলহাজ্ব মো. ফিরোজ খান, যবিপ্রবি’র হ্যাচারী ও ওয়েট ল্যাব প্রকল্পের ইনভেস্টিগেটর ফিশারীজ এ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মীর মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ