Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা সিটির হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি বাতিলের দাবি নাসফের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স সমতায়নের নামে অযৌক্তিক ও অস্বাভাবিক কর বৃদ্ধি বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ)। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে সংগঠনটির নেতারা এই দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, ঢাকা মহানগর এলাকার বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্সের পরিমাণ ১০ থেকে ১৫ গুণ বাড়ানো হয়েছে। অস্বাভাবিক এই কর বৃদ্ধির হার নজির বিহীন। দাবিগুলো হলো- হোল্ডিং কর বৃদ্ধির আগে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও কমিটি গঠনের মাধ্যমে আলাপ আলোচনার ভিত্তিতে তা করতে হবে। এছাড়াও ঢালাওভাবে আবাসিক-বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা যাবে না, সহনীয় হোল্ডিং ট্যাক্স ধার্য করতে হবে এবং সঠিক নীতিমালার মাধ্যমে পর্যায়ক্রমে কর বাড়াতে হবে যাতে এটি বোঝা হয়ে না দাঁড়ায়।
এসময় বক্তব্য রাখেন- নাসফের সভাপতি হাফিজুর রহমান (ময়না), সাধারণ সম্পাদক তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াদুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ