বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৮৮ কোটি ৪৬ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ৯,২১,৪৯৯ পিস ইয়াবা, ১০,০২২ বোতল বিদেশী মদ, ৮,৬৬৫ লিটার বাংলা মদ, ২৯,৪৯১ বোতল ফেনসিডিল, ৮৭২ কেজি গাঁজা, ৩ কেজি ৯১২ গ্রাম হেরোইন, ৭,৪২৫ টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন ৩,২৭৬ এবং ১০,০০,৫০৯ টি অন্যান্য ট্যাবলেট। অন্যান্য চোরাচালান পন্যের মধ্যে ২০,১৯৭ টি শাড়ী, ১,৩৮৬ টি থ্রিপিস/শার্টপিস, ৩,৪৯০ মিটার থান কাপড়, ২০২ টি তৈরী পোশাক, ১৭,০২৭ সিএফটি কাঠ ও ৩ কেজি স্বর্ণ । গত মাসে বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৭০ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৮ জন ভারতীয় নাগরিককে আটক করে ২০ জনকে থানায় সোপর্দ করা হয় এবং ৮ জনকে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি হতে অক্টোবর মাস পর্যন্ত বিজিবি ১১০০ কোটি ১৩৯ লক্ষ ২ হাজার ১৯৯ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।