Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কয়রায় পাউবোর পাবলিক কনসালটেশন সভা

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা : কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ও জাইকার সহযোগিতায় ৪ নভেম্বর পাবলিক কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়। জাইকার প্রতিনিধি রফিউল করিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাইকার উর্দ্ধতন কর্মকর্তা খালিদ হাসান, মীর্জা শামীম হাবিব, পাউবোর উপসহকারি প্রকৌশলী মো. আবুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এসএম আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ, সাংবাদিক শহীদুল্যাহ শাহীন, ইউপি সদস্য গনেশ চন্দ্র মন্ডল, মোস্তফা কামাল প্রমুখ। সভায় জাইকা কর্মকর্তারা জানান, আগামীতে জাপান সরকারের অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ববধানে কয়রা সদর, উত্তর বেদকাশি, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়নের ১১টি পয়েন্টের বেড়িবাঁধ সংস্কার ও ২টি সøুইজগেট নির্মান করা হবে। ব্যয়বহুল এ প্রকল্প বাস্তবায়ন করবে ইকিউএমএস কনসালটিং লিমিটেড। সভায় প্রকল্প বাস্তবায়নকালীন পরিবেশ দুষনরোধ, উচ্চমাত্রার শব্দ দুষন নিয়ন্ত্রন, প্রকল্পে স্থানীয়ভাবে নারী ও পুরুষ শ্রমিকদের নিয়োগ দেয়া ও তাদের আবাসন, চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয়ের ওপর উপস্থিত সকলের নিকট থেকে মতামত গ্রহন করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নদী ভাঙন এলাকার জনসাধারন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ