প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্যক্তি ও কো¤পানি পর্যায়ে ২০১৬-১৭ সালে শিল্পী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন। তিনি বলেন, যারা কর দিয়ে স্বীকৃতি পাচ্ছেন, তাদের সবার জন্য এটা আনন্দের ঘটনা। আমারও ভালো লাগছে। এ বিষয়ে সবার সচেতনতা জরুরি। কর দিতে আসলে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। সবার আয় থেকে কর দেয়া খুব প্রয়োজন। এ ছাড়া হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর তাঁর স¤পত্তির ওপর কর যা আরোপ হয়, সেটাও দেন শাওন। শাওন জানান, হূমায়ুন আহমেদ মারা যাওয়ার পরও তাঁর কর ফাইল বাসায় আসত। আমি একটু অবাক হয়েছিলাম। কারণ, একজন মানুষ মারা গিয়েছে, তারপরও তাঁর কর কেন হয়! আসলে আমি এ বিষয়ে খুব একটা জানতাম না। পরে এ ব্যাপারে আইনজীবীর সঙ্গে আমি কথা বলি। সেই আইনজীবী আমাদের পূর্বপরিচিত। আমাদের করের কাগজপত্রগুলো তিনিই ঠিকঠাক করে দিয়েছিলেন। পরে তিনি আমাকে বলেন, কোনো ব্যক্তি মারা গেলেও তাঁর স¤পত্তির ওপর কর আরোপ হয়। এর পর থেকে স¤পত্তির ওপর কর আমরা দিচ্ছি। এ ছাড়া হূমায়ুন আহমেদ নিয়মিত কর দিতেন। ধানমন্ডি এলাকার সর্বোচ্চ করদাতা ছিলেন তিনি। শুধু শিল্পী হিসেবে নয়, নিজের কো¤পানির নিয়মিত কর দিয়েও নজর কেড়েছেন শাওন। সরকারের তরফ থেকে তাকে একটি ট্যাক্সকার্ড দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।