Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একজন খেলোয়াড় দেশকে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে পারে -প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন একজন খেলোয়াড় গোটা বিশ্বে নিজ দেশকে পরিচিত করে তুলতে পারেন। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীর শরীর গঠনেও খেলাধুলার বিকল্প নেই। মন্ত্রী গতকাল শনিবার দুপুরে পার্বতীপুর উপজেলার ৩৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে খেলার সামগ্রী তুলে দেন। উপজেলা চত্বরে আয়োজিত ক্রীড়াসামগ্রী বিতরণ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, আওয়ামী লীগ সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করিম, এম এ ওহাব সরকার, আমজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা শারমীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ২০৭টি প্রাথমিক, ৭২টি মাধ্যমিক, ৩৯টি মাদরাসা ও ১৬টি কলেজে ক্রিকেট সেট, ফুটবল ও হ্যান্ডবল বিতরণ করা হয়। এর আগে মন্ত্রী জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণ শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। এ ছাড়াও মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত চারতলা বিশিষ্ট দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ