Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ল²ীপুর জেলা সংবাদদাতা : ল²ীপুর নিউ মডেল (প্রা.) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন প্রসূতি আমেনা বেগম লিপি। গত শুক্রবার দিবাগত রাতে স্বজনরা এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসূতি লিপি সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের কামাল হোসেনের স্ত্রী। নবজাতকের খালা তাসমিনা আক্তার ও চাচা ইমাম হোসেন জানান, লিপির প্রসব বেদনা উঠলে বেলা ৩টায় পৌর শহরের নিউ মডেল হাসপাতালে নেয়া হয়। এ সময় ওই হাসপাতালের চিকিৎসক আশফাকুর রহমান মামুনের ব্যস্ততায় প্রায় ৩ ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়। পরে ডাক্তার এসে আলট্রাসনোগ্রাফি না করেই অপারেশন থিয়েটারে নিয়ে সিজার করেন। ওটি থেকে বের হয়ে চিকিৎসক মামুন নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানান।
চিকিৎসকের অবহেলায়ই নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন বিক্ষুব্ধ স্বজনরা। তারা ঘণ্টাব্যাপী ওই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। ঘটনার পর প্রভাবশালী একটি চক্র হাসপাতালের পক্ষ নিয়ে ঘটনাটি সমঝোতা করতে রোগীর স্বজনদের চাপ প্রয়োগ করছে বলেও জানান তারা। এ ব্যাপারে চিকিৎসক আশফাকুর রহমান মামুন দাবি করেন, অপারেশনের আগেই নবজাতক মারা গিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ