Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জে নববধূকে শ্বাসরোধে হত্যা করলেন স্বামী

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : মান-অভিমানকে কেন্দ্র করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে রোজিনা আক্তার (২০) নামে এক নববধূকে শ্বাসরোধে হত্যা করেছে পাষণ্ড স্বামী। শুক্রবার রাতে বাবারবাড়িতে ওই নববধূর স্বামী মিরাজউদ্দিন (২৮) শ্বাসরোধে হত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছে। রোজিনা ওই গ্রামের শাসসুল হোসেনের মেয়ে। আর মিরাজ পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের আবদুল বাতেনের ছেলে। পুলিশ ও স্বজনরা জানায়, কিছু দিন আগে মিরাজের সঙ্গে রোজিনার পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। কয়েক দিন আগে বাবারবাড়ি বেড়াতে আসেন রোজিনা। সবসময় স্বামী-স্ত্রী একে অপরের পাশে থাকা নিয়ে মান-অভিমান হচ্ছিল। এই মান-অভিমানের এক পর্যায়ে শুক্রবার রাত ১২টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে রোজিনাকে শ্বাসরোধে হত্যা করেন মিরাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ