পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মোবাইল চুরির অপবাধ দিয়ে ল²ীপুরের রায়পুরের বামনী এলাকায় ৪ বছরের শিশু পিয়াসকে বস্তাভরে নির্যাতনের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বামনী এলাকায় অভিযান চালিয়ে রাকিব হোসেন ও রিপাত হোসেন নামে দুইজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছে বামনী উপজেলার তৌহিদুল ইসলামের রাকিব হোসেন ও একই এলাকার তরিকুল ইসলামের ছেলে রিপাত হোসেন। বর্তমানে শিশু পিয়াস নোয়াখালীতে চিকিৎসাধীন রয়েছে।
শিশুর পরিবার ও পুলিশ জানায়, বুধবার বিকেলে রাকিব হোসেনের একটি মোবাইল ফোন কেবা কারা নিয়ে যায়। ওই মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে সন্ধ্যায় পিয়াসকে ডেকে নেয় রাকিব হোসেন। পরে চুরির অপবাধ দিয়ে বেদম মারধর করে। এক পর্যায়ে বস্তাবন্দি করে নির্যাতন করা হয় বলে দাবী করেন শিশুর বাবা। শিশু পিয়াসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। পিয়াসের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন, সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নাছির উদ্দিন। তিনি জানান, শিশু পিয়াসের চোখ ও মুখে মারাতœক জখমের চিহৃ রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রাকিব হোসেন ও রিপাত হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।