Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে বিআরটিএর ভুয়া লাইসেন্সসহ আটক ১

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


জয়পুরহাট জেলা সংবাদাতা : জয়পুরহাটে বাংলাদেশ রোড টান্সপোর্ট অথিরটি (বিআরটিএ)র ভুয়া লাইসেন্স করে দেওয়ার অপরাধে আমিনুর ইসলাম (৩৮) নামে এক প্রতারককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরের বিআরটিএর চত্ত¡র এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আমিনুর পারুলিয়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে ও জয়পুরহাট জেলা আইনজীবি সমিতির মহুরী। এনএসআই অফিস সূত্রে জানা যায়, পাঁচবিবির আতাউর রহমান নামে এক ব্যক্তি আমিনুরের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স করে নেয়, সম্প্রতি রাস্তায় চিকিং এর সময় ট্রাফিক সার্জেন্ট তার লাইসেন্সটি দেখে তা বিআরটিএ থেকে পরীক্ষা করে নিতে বলেন। আতাউর আমিনুরকে সঙ্গে নিয়ে বিআরটিএ অফিসে এসে পরীক্ষা করে নেওয়ার পর তা ভুয়া বলে প্রমাণিত হওয়ার পর তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সেখানে এনএসআই এর সদস্যরা উপস্থিত হলে ঘটনাটি শোনার পর আমিনুরকে ধরে পুলিশে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে পরে সদর থানায় একটি মামলা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমিনুল ইসলাম জানান, বিআরটিএর পরিদর্শক মানস কুমার চক্রবর্তী বাদী হয়ে আমিনুরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ