বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : বরিশালে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের আহŸায়কসহ ১৪ জন নামধারী ও অজ্ঞাতনামা ৬০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মো. আসাদ বাদী হয়ে মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করেন।
মামলার নামধারী আসামীদের মধ্যে উল্লেখযোগ্যরা হল জেলা ছাত্রদলের আহŸায়ক মাসুদ হাসান মামুন, যুগ্ম আহŸায়ক অ্যাডভোকেট হাফিজ উদ্দিন আহম্মেদ বাবলু, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, নুরুল আমিন কয়েস, রাসেদুজ্জমান রাশেদ, সাইফুল ইসলাম সুজন ও কৃষি কলেজ ছাত্রদলের সভাপতি মো. কামরুল। গত রোববার বিকালে সংঘর্ষের সময় গ্রেফতার হওয়া ছাত্রদল নেতা অ্যাডভোকেট তারেক আল ইমরান, আল-আমিন মৃধা, রিয়াদ রহমান, আরিফুর রহমান, রমজান আলী রাজীব ও মো. এনাম হোসেনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, মিছিলে বাঁধা দেওয়ায় পুলিশের ওপর হামলা এবং যানবাহন ও ব্যাবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য ফেনীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ির বহরে হামলার প্রতিবাদে ছাত্রদল নেতাকর্মীরা গত রোববার বিকালে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ করে। এসময় জেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে একটি খন্ড মিছিল আগরপুর রোড থেকে বের হয়ে সদর রোড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ বেধরক লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ৬ জনকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।