Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের দিয়ে কর্মচারীর দায়িত্ব পালন করায় তদন্ত কমিটি

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


রাবি রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার হলে শিক্ষার্থীকে দিয়ে সহায়ক কর্মচারীর ভূমিকায় দায়িত্ব পালনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে ভিসি প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে ৪৭৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কে বিএম মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে ইনকিলাবকে বলেন, গত ২৫ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় বিজ্ঞান ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমানের সুপারিশে গণিত বিভাগের তিন শিক্ষার্থীকে সহায়ক কর্মচারীর ভূমিকায় দায়িত্ব পালন করানো হয়। বিষয়টি গুরুতর হওয়ায় তা তদন্তের জন্য কোষাধ্যক্ষ প্রফেসর ড. একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফকে আহŸায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ