Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াপাড়া জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা : যশোরের শিল্প শহর নওয়াপাড়া জুট মিলের দুটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাÐ সংঘটিত হয়েছে। অগ্নিকাÐে পাটেরক্ষতির পরিমাণ প্রায় এক লাখ মন। জানা যায়, গুদামে ভয়াবহ অগ্নিকাÐে পাট পুড়ে চাই হয়েছে। পাচঁটি ফায়ার সার্ভিস ইউনিট ১৭ ঘন্টা ব্যাপী গতকাল বৃহস্পতিবার সকাল (১০টা) পযর্ন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। মিলসূত্রে জানা গেছে, নওয়াপাড়া জুট মিলের দুটি পাটের গুদামে রক্ষিত প্রায় এক লাখ মন পাট মজুদ করা ছিল। হঠাৎ করে ওই দুটি পাটের গুদামে আগুন লেগে যায়। মিলে থাকা শ্রমিক ও দমকলের পানি দিয়ে ও পাট পুড়ে ছাই হয়ে যায়। নওয়াপাড়া জুট মিলের সহকারি জেনারেল ম্যানেজার বায়েজিদ আহমেদ জানান, আগুনে মিলের সর্ব বৃহৎ ৮ ও ৯নম্বর গুদামের পাট পুড়ে ভষ্মীভূত হয়েছে। তবে এখনো পযর্ন্ত ক্ষয়ক্ষতির পরিমান বলতে পারছি না। যশোর জেলা ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আবদুল ওয়াদুদ জানান, নওয়াপাড়া, যশোর, ফুলতলা, খুলনা ও মনিরামপুর উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ১৭ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুনের সূত্রপাত ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি পানি দিয়ে আগুন নিভাতে গেলে তিনি আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ