Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে স্বামী-স্ত্রী সন্তানসহ ৩ জনের আত্মহত্যা

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামী-স্ত্রী ,সন্তানসহ পরিবারের ৩ সদস্য এক সঙ্গে বিষপানে আত্মহত্যা করেছে। গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ মর্মস্পর্শি ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে তার ধারণা পারবারিক কলহের জেওে এ ঘটনা ঘটতে পারে। স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মেম্বার জানান, ওই গ্রামের মাছ ব্যবসায়ী মো. মমিন (৫০) তার স্ত্রী লুবনা বেগম (৪৪) ও শিশু কন্যা সানজিদা (৯) একইসঙ্গে বিষপান করলে পর্যায়ক্রমে সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রতিবেশীরা জানায়, তাদের আরেক মেয়ে স্বর্ণা বিষ না খাওয়ার কারণে বেঁচে যায়। কী কারণে তারা বিষপানে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ কেউ বলতে পারছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ