প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এই গল্প দুই নারীর যাদের অভিন্ন নাম জিয়া- একজন জিয়া ভেঙ্কটরাম (রিচা চাধা) আর অন্যজন জিয়া গেরেভাল (কল্কি কেকলাঁ)। তারা দুই বন্ধু। সুইডেনে এক পথযাত্রায় তাদের এক হতে হয়ে। বলাই বাহুল্য বলিউডের ফিল।মের চিরাচরিত ফর্মুলায়- এদের একজন উচ্ছল আর আরেকজন আত্মমুখী। যাত্রার সময় তারা পরস্পরের সম্পর্কে এমনি কিছু বিষয় জানতে পারে যা তাদের স্তম্ভিত করে। এক গভীর রাতে জনশূন্য রাস্তায় যখন দুই জিয়া ফুর্তিতে মেতে ছিল বাসুর (আর্সলান গোনি) সঙ্গে তাদের দেখা হয়, স্বাভাবিকভাবে বাসুও ভারতীয়। যখন অন্য কেউ রাস্তায় নেই সেই সময় আরেক ভারতীয়’র উপস্থিতি কাকতালীয় বটে। দলে যুক্ত হয় বাসু- একজন পুরুষ। স্বাভাবিকভাবেই এক অদ্ভুত প্রেমে ত্রিভুজ সৃষ্টি হয়। সৃষ্টি হয় কিছু চিরাচরিত পরিস্থিতির।
বলিউড শীর্ষ পাঁচ
১ গোলমাল এগেইন
২ সিক্রেট সুপারস্টার
৩ জুড়োয়া টু
৪ শেফ
৫ জিয়া অওর জিয়া
হলিউড শীর্ষ পাঁচ
১ জিগস (Jigsaw)
২ টাইলার পেরি’জ বু টু! আ ম্যাডিয়া হ্যালোইন
৩ জিওস্টর্ম
৪ হ্যাপি ডেথ ডে
৫ বেøড রানার টোয়েন্টি ফর্টিনাইন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।