Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে ২ মামলায় বিএনপির ৫০ নেতাকর্মী আটক

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহর কক্সবাজার যাওয়া-আসার পথে দু’দফা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত ২ মামলায় বিএনপির অন্তত ৫০ জনকে গ্রেফতার করেছে। গত বুধবার রাতে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। দিনরাত এ অভিযান অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। গ্রেফতার আতঙ্কে অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন বলে শোনা যাচ্ছে। কেন্দ্রীয় নেত্রী ও ফেনী সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রেহানা আক্তার রানু বলেন, নেতাকর্মীরা ফোন করে কান্নাকাটি করছে। এখন পর্যন্ত অন্তত ৫০ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলেও তিনি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক দুলাল, ফেনী পৌরসভার সাবেক কমিশনার বাবুল, ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, শুভপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আমজাদ হোসেন রয়েছে। উল্লেখ্য বাসে আগুন দেয়ার ঘটনায় বুধবার বিকালে ফেনী মডেল থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে ২৯ জনের নাম উল্লে­খ করে ৩৫-৪০ জনকে অজ্ঞাত আসামী দিয়ে মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ