Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : ক্রসফায়ারে হত্যার হুমকি দেবার অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ওসি এবং দুই এসআই’র বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। কাজীরহাট থানার আওতাধীন রতনপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ খান বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। বিচারক শাম্মি আক্তার রশিদ খানের অভিযোগ গ্রহন করে পরবর্তী আদেশের জন্য আগামী ৯ নভেম্বর তারিখ ধার্য করেছেন। মামলার আসামীরা হচ্ছে- কাজীরহাট থানার ওসি মাসুম তালুকদার, এসআই রতন কুমার ও লুৎফর রহমান এবং অজ্ঞাতনামা ৩/৪ জন কনস্টেবল।
মামলায় আব্দুর রশিদ খান অভিযোগ করেছেন, গত ২৪ অক্টেবর রাতে ওসির নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় ওসি তাদেরকে হুমকি দেয় যে তার (রশিদ) ছেলেরা স্থানীয় সংসদ সদস্যর বিরুদ্ধে মিথ্যা প্রচারনা চালালে তাদেরকে ক্রসফায়ারে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হবে। তবে ওসি মাসুম তালুকদার বাদীর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রতনপুর গ্রামের আব্দুর রশিদ খানের ছেলেরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তাদের বাড়িতে গ্রেফতার অভিযান চালানো হয়। এসময় রশিদ খান ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার দিয়ে গ্রামবাসীকে জড়ো করে পুিলশের ওপর হামলার চেষ্টা চালায়। এ অভিযোগে রশিদ খানকে গ্রেফতার করা হয়েছে। মামলার অভিযোগ ভিন্নখাতে নিতে রশিদ খান পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও সে দাবী করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ