Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুলা কারখানায় আগুন

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাত :সিরাজগঞ্জ পৌরএলাকার সমাজকল্যাণ মোড়ে একটি তুলার কারখানায় আগুন লেগে পুড়ে গেছে। আগুনে কারখানার তিনটি ঘর, তুলা ও যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক দাবি করেন। গতকাল ভোরে তালুকদার ট্রেডার্স নামে একটি তুলার কারখানায় এ অগ্নিকান্ড ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ জানান, ভোরে ওই কারখানার যন্ত্রাংশের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে কারখানার তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু তার আগেই কারখানার তিনটি ঘর, তুলা ও যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কারখানার মালিক মামুনুর রশিদ তার অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ